Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণাংলকারসহ নগদ টাকা লুট  

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৩ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৩ AM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে গাছতলাঘাট মুসলিমের মোড় এলাকার রউছ মিয়া ভবনের নিচতলা ভাড়াঁটিয়া অারিফ মিয়ার বাসায় দুর্ধর্ষ ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এসময় নগদ ১২ হাজার টাকাসহ ১টি স্বর্ণের বেছলাইট, স্বর্ণের কানের দুল, ৪টি স্মার্ট ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।

গতকাল সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের গাছতলাঘাট মুসলিমের মোড় এলাকার রইছ মিয়ার ভবনে এ ঘটনাটি ঘটেছে।

বাসার ভাড়াঁটিয়া অারিফ মিয়া জানায় , দুপুরে মুসলিমের মোড় এলাকায় অামার বাসায়  হঠাৎ সন্ত্রাসী হৃদয় অাসলে তার সাথে কথাবার্তা বলার পর তাকে বসতে বলি। কিছুক্ষণ পরেই  হৃদয় তার সঙ্গীয় একই এলাকার অাবুল খায়ের ছেলে সন্ত্রাসী কাউছার, রনিসহ কয়েকজনকে ফোন করে ডেকে নিয়ে অাসে। সন্ত্রাসীরা বাসায় ঢুকে এলোপাতারিভাবে মারধোর শুরু করে তারা। অামার শিশু পুত্র ইমামুল ইসলামের গলার ছুরি ধরে বাসার অালমারি থেকে নগদ ১২ হাজার টাকা, ৪ টি স্মাট ফোন, ১ টি স্বর্ণের বেজলাইট, স্বর্ণের কানের দুল লুট করে নিয়ে যায়। এ সময় চিৎকার শুনে অামার স্ত্রী লাইকান বেগম লাকি ছুটে অাসলে তাকে মারধোর করে পাশের রুমে অাটক করে রাখে সন্ত্রাসীরা।  সন্ত্রাসী কাউছার অামাকে কারেন্ট চেকা দিয়ে মারধোর করে পালিয়ে যায়।

ভৈরব থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, বিকালে মুসলিমের মোড় রইছ মিয়ার ভবনে সন্ত্রাসীদের  দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সন্ত্রাসী কাউছারে বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।   

Bootstrap Image Preview