সিলেটের বিশ্বনাথে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাপপাশা ইউনিয়নের পাটাকইন গ্রামের তবারক আলীর বাড়ির রাস্তার পাশ থেকে হাতবাঁধা গলায় ওড়না পেছানো অজ্ঞাত তরুণীর লাশ করা হয়।
পাটাকইন গ্রামের মর্তোজ আলী জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে পাটাকইন গ্রামের তবারক আলীর বাড়ির রাস্তার পাশে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দুইটি শিশু আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে লাশদেখে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিনকে খবর দেই। তিনি থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে।সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম ও বিশ্বানাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
বিশ্বানাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।