ভালুকা অনলাইন প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা অনলাইন প্রেস ক্লাবে সভায় সর্ব সম্মতিক্রমে দুই বছর মেয়াদের ১৩ সদস্যর কমিটি গঠিত হয়। এতে বাংলা নিউজ ওয়ানের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন আহমেদকে সভাপতি ও বিডি মর্নিং ভালুকা প্রতিনিধি সাজ্জাদুল আলম সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
দুই বছর মেয়াদে গঠিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি, সাইফুল ইসলাম যমুনা নিউজ টোয়েন্টিফোর ডট কম, ওসমান গণি তুহিন নিউ নিউজ ডট কম, এম.এম জোবায়ের রাজু ওয়ান নিউজ ডট কম, যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন খান মানিক নিউজ জি টুয়ান্টিফর ডট কম, সাংগঠনিক আক্তারুজামান বার্তাবহ ডট কম, দপ্তর সম্পাদক আরিফুল হক পলাশ ভোরের কাগজ ডট কম.
কার্যকরী সদস্য- টিটন তালুকদার বাংলার আমার ডট কম, আসাদুজামান রাজিব যুব কন্ঠ ডট কম, বদরুল হাসান আরিফ বাংলা ইনসাইডার ডট কম, সদস্য শফিকুল ইসলাম শফিক এটিএইচ নিউজ ডট কম, শফিউল্লাহ লিটন শিক্ষাবার্তা ডট কম।