Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চালক-হেলপারকে গণধোলাই দিয়ে রাস্তায় পুড়িয়ে দেওয়া হল বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৫ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৫ PM

bdmorning Image Preview


শরীয়তপুরে সদর উপজেলায় নুরুন্নাহার (৬) নামে এক শিশু বাসচাপায় নিহত হয়েছে। নিহত শিশু নুরুন্নাহার রুদ্রকর ইউনিয়নের জাগির গ্রামের আজগর মাঝির মেয়ে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। সেই সঙ্গে বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ননের মালতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিবার ও পালং মডেল থানা সূত্র জানায়, নুরুন্নাহার তার বান্ধবীদের সঙ্গে শরীয়তপুর-নাগেপাড়া সড়কের মালতকান্দি এলাকা দিয়ে যাচ্ছিল। নাগেরপাড়া থেকে ছেড়ে আসা আহাম্মদ আমজাদিয়া নামক একটি যাত্রীবাহী বাস নুরুন্নাহারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুন্নাহার নিহত হয়।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর বাসচালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। সেই সঙ্গে বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

Bootstrap Image Preview