টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী কোস্টগার্ড ও বিজিবি পৃথক অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টায় কোস্টর্গাড পূর্ব জোনের অধীনস্থ সিসি টেকনাফ স্টেশনের একটি বিশেষ অভিযানিক দল টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের লম্বরি ঘাট এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করে। যার বাজার মূল্য ৪ কোটি টাকা।
এ সময় পাচারকারীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ কমান্ডার (বিএন) আবদুল্লাহ আল মারুফ। তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
অপরদিকে, টেকনাফ অধীনস্থ হোয়াইক্যং বিওপির সোবেদার মোঃ আব্দুল জলিল শেখের নেতৃত্বে হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস পরিবহন মিনিবাস থেকে ১০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ জামান চৌধুরী জানান, বাসের ভিতর পরিত্যাক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।এর বাজারমূল্য ৩০ লক্ষ টাকা।
জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।