স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে শহীদ তৎকালীন ছাত্রনেতা এইচএম সেলিম ইব্রাহিমের পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শহীদ পরিবারকে জমি এবং শহীদ সেলিম ইব্রাহিমের মেয়ের জামাইকে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত ৬ সেপ্টেম্বর বিকেলে শহীদ সেলিম ইব্রাহিমের পরিবারের সদস্যদের সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ পরিবারের খোঁজখবর নেন। শহীদ সেলিম ইব্রাহিমের স্ত্রী নাছিমা ইব্রাহিম ও মেয়ে ডরথি ইব্রাহিমকে বরিশালে ১৫ শতাংশ জমির দলিল হস্তান্তর এবং ডরথির স্বামী মো. কামরুজ্জামানকে ইসলামী ব্যাংকের কর্মকর্তা পদে চাকরি দেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি স্বৈরাচারি এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলিস্তান এলাকায় একটি ছাত্র মিছিলে পুলিশ ট্রাক উঠিয়ে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা সেলিম ও কাজী দেলওয়ার হোসেন নিহত হন।
সেলিম ইব্রাহিমের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষবর্ষের ছাত্র ছিলেন।