নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে নদীতে ডুবে মামুন নামে ২৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌর শহরের হারোয়া এলাকায় এ ঘটনা ঘটে। মামুন ওই গ্রামের মহিবুর সেখের ছেলে।
স্থানীয় পৌর কাউন্সিলর শহীদুল ইসলাম জানান, বাড়ির পাশে বড়াল নদীর পাশে খাস জমিতে তারা বসবাস করতো। সন্ধ্যার দিকে সকলের অগোচরে মামুন খেলতে খেলতে বড়াল নদীর পার থেকে গড়িয়ে পানিতে পড়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজির পর প্রায় এক ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।