মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির মাইলবাড়ীয়া গ্রামের ঢাকালে পাড়ার ২ মহিলাকে ৮৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
সোমবার (১০ সেপ্টেম্বর) উপজেলার আরাপপুর মোড় থেকে তাদের আটক করে ঝিনাইদহ জেলা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের ইকরামুল হোসেনের স্ত্রী মোছা. সুমনা বেগম (৩৩) এবং একই গ্রামের হযরত আলীর স্ত্রী মোছা. হালিমা বেগম (৩০)।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আালমের নেতৃত্বে ইন্সপেক্টর আবুল খায়ের, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।