দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় দুলাভাইয়ের বাসা থেকে শ্যালিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রানী মনিরা খাতুন (৩৮)। নিহত মনিরা বীরগঞ্জ উপজেলার গোলাম আযমের স্ত্রী।
আজ সোমবার সকালে ঈদগাহ আবাসিক এলাকার বি-ব্লকের ৩৬৮ নং বাড়ীতে রফিকুল ইসলামের বাসায় এ ঘটনাটি ঘটে।
নিহত মনিরা খাতুন রফিকুল ইসলামের শ্যালিকা।তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিতলাই গ্রামের আজম আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন রানী মনিরা। রবিবার বোনের স্বামী রফিকুল ইসলামের গ্রামের বাড়ি বোচাগঞ্জ উপজেলায় এক আত্মীয় মারা যায়। এ কারণে সকালে বোন রানী মনিরা ও ছেলে পাবনকে বাসায় রেখে স্বামী-স্ত্রী বোচাগঞ্জে যায়।
এরপর রাতে ১১টার দিকে রফিকুল ইসলামের ছেলে পুলক তার নিজ ঘরের দরজা বাহিরে থেকে বন্ধ দেখলে সে প্রতিবেশিকে মুঠো ফোনে দরজা খুলতে বলে। পরে খোজাখুজি করে আর একটি ঘরের বাথরুমে মনিরা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে নিহত রানী মনিরার বোনের ছেলে নবম শ্রেণির ছাত্র পাবন জানায়, রাত ৯টার দিকে দুইজন অপরিচিত লোক বাসায় আসে। তারা খালার সঙ্গে কথা বলছিল। ওই দুই লোক খালার পরিচিত ভেবে আমি আমার রুমে চলে যাই। রুমে গিয়ে আমি টিভি দেখছিলাম। রাত ১১টার দিকে খালার ঘর থেকে শব্দ শুনতে পাই। এ সময় চিৎকার করি। আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তারা এসে দেখে বাথরুমের দরজার সামনে খালা রানী মনিরার মরদেহ পড়ে আছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশের এসআই নুরেজা বলেন, নিহত নারীর গলা, হাতেসহ শরীরের অনেক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি আমরা।
ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। তিনি জানান, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর রহস্য তদন্ত শেষে জানানো যাবে।