Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৬২ পিস বিয়ারসহ যুবলীগ নেতা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৪ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৪ PM

bdmorning Image Preview


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৬২ পিস বিদেশী বিয়ারসহ মো. শাকিল মৃধা (৪০) নামে এক মাধক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি জৈনসার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলীর মোজাহিদপুর গ্রামে নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল মৃধা জৈনসার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং মৃত আব্দুল সোবাহান মৃধার পুত্র।

সিরাজদিখান থানার এসআই সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়ির বসতঘর থেকে ১৬২ পিস বিদেশি বিয়ারসহ শাকিলকে আটক করা হয়। আটক শাকিলসহ তার ভাই রাসেল মৃধা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় সোমবার (১০ সেপ্টেম্বর) সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিকে কোর্ট হাজতে চালান দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview