বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে গুলি ও আগ্নেয়াস্ত্রসহ রাজু আহমেদ (৩২) নামক এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি লোহার তৈরী পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টায় বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ’র নেতৃত্বে একদল পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, রাজুর বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় ৪টি, দক্ষিণ সুরমায় ১টি ও বিশ্বনাথ থানায় ১টি ছিনতাই-ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইনর্চাজ শামসুদ্দোহা পিপিএম বলেন, তার বিরুদ্ধে আস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।