নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার রাতে সংসদভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, আওয়ামী লীগের উপদষ্টা মণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রমুখ।
এ বৈঠকে নির্বাচনকালীন সরকার, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।