কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নিহত শিশু আকিফা হত্যাকাণ্ডের তিন নম্বর আসামি এবং গঞ্জেরাজ পরিবহনের মালিক মো. জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আকিফা হত্যার আসামি মো. জয়নাল আবেদীনকে (৬৩) ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার আদর্শ বালিকা বিদ্যালয়ের মোড় এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব-৮।
র্যাব-৮এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরীর সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট, কুষ্টিয়ার চৌড়হাস মোড় এলাকায় গঞ্জেরাজ পরিবহনের ধাক্কায় মা রিনা খানমের কোল থেকে পড়ে আকিফা (৮) নামের একটি শিশু মারাত্মক ভাবে আহত হয়। দুদিনের মাথায় শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।
পরে শিশুটির বাবা মো. হারুন অর রশিদ নিজে বাদী হয়ে গত ৩০ আগস্ট গঞ্জেরাজ বাসের মালিক মো. জয়নাল আবেদীন সহ আরও তিনজনকে আসামি করে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে উক্ত আসামিকে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয় এবং ফরিদপুর থেকে ফয়সাল গঞ্জেরাজ নামের সেই বাসটি জব্দ করে কুষ্টিয়া পুলিশ।