Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভ্যানচালকের সততা, ফেরত দিলেন লাখ টাকার ডলার-ভিসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:১০ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview


পাবনার বেড়া উপজেলায় বাবলু সিকদার নামে এক প্রবাসীর হারিয়ে যাওয়া টাকা ও ভিসা খুঁজে পেয়ে ফিরিয়ে দিয়েছেন স্থানীয় এক ভ্যানচালক।

গত শনিবার পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাশীনাথপুর সংলগ্ন নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভ্যানচালকের নাম ময়ছের সেখ (৩৮)। তিনি বেড়া উপজেলার নয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আমেরিকা প্রবাসী বাবলু সিকদার শনিবার দুপুরে নয়াবাড়ি রোডে শাহীনুর জামে মসজিদের সামনে ময়ছেরের ভ্যানে ওঠেন। কিন্তু তিনি ভ্যান থেকে নেমে যাওয়ার সময় তার ব্যাগ ভুলে ফেলে যান। বাবলুর ব্যাগে তার যুক্তরাষ্ট্রের ভিসা ও অন্যান্য জরুরি কাগজপত্র ছিল। এ ছাড়া বাংলাদেশি ৪০ হাজার টাকা ও মার্কিন ডলার ছিল। যার মোট মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

ময়ছের সেখ ব্যাগটি পেয়ে স্থানীয়দের দেখিয়ে এর মালিক বাবলু সিকদারের ঠিকানা খুঁজে বের করেন। এরপর তার হাতে ব্যাগটি তুলে দেন। তখন বাবলু সিকদার বলেন, ‘ব্যাগে আমার আমেরিকা যাবার ভিসা ছিল। হারিয়ে গেলে বিপদে পড়তাম।’

ময়ছের বলেন, ‘২০ বছর ধরে ভ্যান চালাই। জীবনে এরকম আরও দুই একবার টাকা-পয়সা পেয়েছি। কিন্তু পরের জিনিসের প্রতি লোভ করিনি। তাই মালিককে খুঁজে ফেরত দিয়েছি। আমার ছেলে-মেয়েকেও পরের জিনিস না নেওয়ার শিক্ষা দিয়েছি।’

কাশীনাথপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলাম সানু বলেন, ‘ঘুষ-দুর্নীতি ভরা আমাদের এ সমাজ অনেক বড় শিক্ষা পেতে পারে এই দরিদ্র রিকশাওয়ালার কাছে থেকে। যে তার লোভের জিহ্বা বড় না করে সততার হাতকে বড় করতে পেরেছে।’

Bootstrap Image Preview