Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চালিতাবাড়ীয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহিদুল ইসলাম
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৯ PM

bdmorning Image Preview


শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়ীয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতিসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

তিনি কৌশলে স্কুল পরিচালনা কমিটিকে মামলার মাধ্যমে ঝুলিয়ে রেখে নিজের পকেট ভর্তিতে ব্যস্ত আছেন। দলীয়করণ ও পেশিশক্তির বলে ঐ শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। ফলে সাধারণ শিক্ষকদের পাশাপাশি সাধারন মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিন জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইউম নিয়ম ভঙ্গ করে উপবৃত্তির টাকা ১শ /১৫০ টাকা করে কেটে নিয়েছে। এছাড়া ঐ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলকে না জানিয়ে দোকান বরাদ্দ দিয়ে ১০ হাজার টাকা তিনি পকেটে ভরেছেন।

এ ব্যাপারে ঐ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইউমের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রতিষ্ঠানের সভাপতিকে জানিয়ে আমি দোকান বরাদ্দ দিয়েছি। তখন তার কাছে এ প্রতিবেদক কাগজ পত্র চাইলে তিনি তার সাথে মুখোমুখি কথা হয়েছে বলে জানান। উপবৃত্তির টাকা নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

তিনি সাংবাদিকদের বলেন স্কুল পরিচালনা কমিটি না থাকার কারনে যাবতীয় কাজ আমাকেই করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক নিজে থেকে কৌশলে স্কুল পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা দিয়ে তা ঝুলিয়ে রেখেছেন। কমিটি না থাকার কারনে স্কুলের শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

Bootstrap Image Preview