এক সময়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও মুনমুন। কালের বিবর্তনে শাকিব শীর্ষস্থানে পৌঁছে গেলেও মুনমুনকে সেভাবে সিনেমায় পাওয়া যায় না। তবে শাকিবকে নিয়ে মুনমুনের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। কি ছিলো সেই ভবিষ্যদ্বাণী?
সেন্স অব হিউমার অনুষ্ঠানে এসে শাকিব খান প্রসঙ্গে মুনমুন বলেন, ‘আগের শাকিব ও এখনকার শাকিবের মধ্যে পার্থক্য অনেক। আমি শাকিব খানকে সেই সময়ই বলেছিলাম, তোমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তুমি আরও সুন্দর হবা। শাকিবের সঙ্গে একবার দেখাও হয়েছিল, দেখি সে এই কথা এখনও মনে রেখেছে।’
প্রায় ১৪টি সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুনমুন। বেশ জনপ্রিয়তাও পেয়েছিলো এই জুটি। শাকিব খানের প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র ‘বিষে ভরা নাগীন’ এর নায়িকাও ছিলেন মুনমুন। এই জুটির ‘নাগিন সিরিজি’র তিনটি ছবি ছিল সুপার বাম্পার হিট।