দেশের খ্যাতনামা সংগীতশিল্পী সুবীর নন্দী। তার গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এবার আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এই গুণী শিল্পী।
‘চ্যানেল আই সংগীত পুরস্কার’ এর এক যুগ পূর্তি উৎসবে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। আগামী ২১ সেপ্টেম্বর আজীবন সম্মাননাসহ ১৬টি বিভাগে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে।
এই পুরস্কার অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘এবার এই আয়োজন হবে ঢাকার বাইরে হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে। চলতি বছর থেকে আধুনিক, ছায়াছবির গান, নজরুল সংগীত, রবীন্দ্রসংগীত ও পল্লিগীতিতে ‘গোল্ডেন ভয়েস পুরস্কার’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই জমা পড়া গান থেকে বিচারকেরা প্রাথমিক মনোনয়নের কাজ সম্পন্ন করেছেন।’