Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শুক্রবার, জুন ২০২৪ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২ দিনের জন্য কলকাতায় গিয়ে ফেঁসে গেছেন অঞ্জু ঘোষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৯ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:১০ PM

bdmorning Image Preview


বেদের মেয়ে জোসনা খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ। দীর্ঘ ২২ বছর পর কলকাতা থেকে দেশে ফিরেছেন তিনি। দুই দিনের জন্য কলকাতায় গিয়েছিলেন। কিন্তু কাটিয়ে দিয়েছেন ২২ বছর। কি এমন কারণ ছিলো?

অঞ্জু ঘোষ জানিয়েছেন, আমার কারও উপর ক্ষোভ নেই। কলকাতায় দুইদিনের জন্য গিয়েছিলাম। মা থাকতেন। দুইদিনের জন্য গিয়ে ফেঁসে গেছি। আর বের হতে পারছি না। এরপর সেখানে সিনেমার পর সিনেমা করতে লাগলাম।

তিনি আরও বলেন, মাতৃভূমিতে পা রেখে মনে হচ্ছে তীর্থে পা রেখেছি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। এটা আমার দেশ, আমার নিঃশ্বাস। এখান থেকে নিঃশ্বাস নিয়ে কলকাতায় এতদিন বেঁচে আছি। আমরা বাঙাল, কথাটা সেখানে আমাদের অনেক শুনতে হয়।।

গত রবিবার (৯ সেপ্টেম্বর) বিকালে বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) অঞ্জু ঘোষকে বাংলাদেশ শিল্পী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, খল-অভিনেতা আহমেদ শরীফ, চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেতা সুব্রতসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে।

তিনি বলেন, এত বছর পরও আপনারা আমাকে মনে রেখেছেন, ভাবতে খুব অবাক লাগছে। এখানে আসতে আমার অনেক অসুবিধা হয়েছে। অনেক আজেবাজে জিনিস আমার কানে এসেছে। আমি কোনো বাঁধা মানি না। পৃথিবীর কোনো বাঁধা আমাকে আটকে রাখতে পারেনি।

Bootstrap Image Preview