নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দীন আহমেদ জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর থেকে নির্বাচনের দিন গণনা শুরু হবে। তাই ৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ তথ্য জানান হেলাল উদ্দীন। এ সময় যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনের রাজনীতি করে। আমরা আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি দল অংশ নেবে।
তিনি বলেন, তফসিল ঘোষণার আগে নির্বাচন প্রস্তুতির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্বাচনী সামগ্রী কেনাকাটার কাজও প্রায় শেষ পর্যায়ে। নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং অফিসারের তালিকা তফসিল ঘোষণার পর চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
সচিব বলেন, এবার প্রায় ৭ লাখের মতো ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে।
হেলালুদ্দীন আহমদ জানান, ৩০০ আসনের সীমানা পুননির্ধারণের কাজও সম্পূর্ণ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দুই লাখ ৮ হাজার ভোটকেন্দ্র হতে পারে বলে পরিসংখ্যান দেন তিনি।
ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্র হালনাগাদের তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান ইসি সচিব।