Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে তরুণীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবার অভিযোগে আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৪ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৪ AM

bdmorning Image Preview


ফরিদপুরে এক তরুণীকে ধর্ষণপূর্বক আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবার অভিযোগে সুমন মোল্যা ওরফে গোলজার মোল্যাকে (৩৫) নামে  এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ সেপ্টেম্বর) র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সুমন মোল্যাকে আটক করে।

র‌্যাব সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মাতুব্বর পাড়া গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে সুমন মোল্যা পেশায় রাজমিস্ত্রি।

কাজের সূত্র ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের এক তরুণীর সাথে তার সখ্যতা হয়। ৭/৮ বছর আগে পরিচয়ের সূত্র ধরে সে বিভিন্ন সময় ওই তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিগত তিন মাস আগে সুমন মোল্যা তরুণীকে ফুসলিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে এবং আপত্তিকর কিছু ছবি তুলে এবং ভিডিও ধারণ করে রাখে।

গোপনে ধারণ করা সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে তরুণীর পরিবারের কাছ থেকে টাকা দাবী করে আসছিল।

টাকা না দেয়ায় সুমন মোল্যা আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও তরুণী ইন্টারনেটে দেখতে পেয়ে আইনগত প্রতিকার চেয়ে র‌্যাবের কাছে সহযোগিতা চান।

তরুণীর সেই আবেদনের প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে সুমন মোল্যকে আটক করে। এ ঘটনায় ভিকটিম তরুণী নিজে বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে। আটক সুমন মোল্যাকে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৮ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক সুমন মোল্যাকে আটক করা হয়।

Bootstrap Image Preview