রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (৪ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আরও কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কারণে এ সমস্যার মুখে পড়বে রাজধানীবাসী।
সোমবার তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার(১১ সেপ্টেম্বর) বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর তেজতুরি বাজার, নাখালপাড়া, মনিপুরিপাড়া, ফার্মগেট, ইন্দিরা রোড, জাতীয় সংসদ এলাকা (সংসদ ভবনসহ), রাজা বাজার, পান্থপথ, কলাবাগান, বিজয় সরণি এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রাজধানীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা মেট্রোরেল কাজ উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত কাজ সংশ্লিষ্ট সড়কে দৃশ্যমান।
যানজট আর পরিবহন সংকট থেকে মুক্তি দিতে তৈরি হচ্ছে মেট্রোরেল। সরকারের অগ্রাধিকারভিত্তিক এই প্রকল্প এগিয়ে চলেছে। বিশেষ উদ্যোগে ২০১৯ সালে উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত সচল হবে এই রেল। আর ২০২০ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে।
সম্প্রতি ঢাকা শহর নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকায় মেট্রোরেল প্রকল্প এখন দৃশ্যমান বাস্তবতা। অনেক স্থানেই এই রেললাইন স্থাপনের জন্য পিলার বসে গেছে। কোথাও কোথাও কাজ আরও বেশি এগিয়ে। শিগগিরই নগরবাসী এর আরও বাস্তব রূপ দেখতে পাবে।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি এমআরটি লাইন-৬ প্রকল্প বাস্তবায়নের জন্য জাইকার সঙ্গে চুক্তি সই করে সরকার।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে প্রায় ২২ হাজার কোটি টাকা লাগবে, যার ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দেবে জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাইকা। বাকি ৫ হাজার ৩৯০ কোটি টাকা জোগাবে সরকার।
মেট্রোরেলের ১৬টি স্টেশন হবে- উত্তরা (উত্তর), উত্তরা (সেন্টার), উত্তরা (দক্ষিণ), পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ ব্যাংক এলাকায়