ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় অতর্কিত হামলায় পাগলা সরকার (৩৮) নামে এক সংখ্যালঘু ব্যাক্তি আহত হয়েছে।
রবিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়–কদিয়া বাজারের পাঁশে এ ঘটনা ঘটে। পাগলা সরকার ওই ইউনিয়নের শলিয়া গ্রামের মৃত মনিন্দ্র নাথ সরকারের ছেলে। তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাগলা সরকারের স্ত্রী মিতালী রানী বলেন, আমার স্বামী সাড়–কদিয়া বাজার থেকে বাড়ি ফেরার সময় শলিয়া গ্রামের সাহিদ মোল্যার ছেলে সাহাদত মোল্যাসহ ৪/৫ জনে পিছন থেকে অর্তকিতভাবে হামলা চালায়। এ হামলা আমার স্বামী গুরুতর আহত হলে তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পূজা কমিটির সভাপতি বরুণ কুমার সরকার হামলার সত্যতা স্বীকার করে বলেন, কি কারণে পাগলার উপর হামলা করেছে তা এখনও জানা যায়নি।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।