সাভারের আশুলিয়ায় রুনা আক্তার (১৮) ও এবাদত হোসেন আকাশ (২৫) নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার শ্রমিক কলোনির একটি ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে রুনা আক্তার ডিইপিডের হোপ লোন বিডি নামক তৈরি পোশাক কারখানায় কাজ করতো এবং স্বামী আকাশ বেকার ছিল। তাদের গ্রামের বাড়ি ফেনী জেলায়।
প্রাথমিকভাবে ধারণা পারিবারিক কোনো বিষয়ে তারা দু’জনই আত্মহত্যা করতে পারেন।
থানা পুলিশ জানায়, দুপুরের দিকে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা বারান্দার মধ্যে স্ত্রী রুনা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তাদের কক্ষটি ভেতর থেকে আটকানো ছিল।
পরবর্তীতে থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে বারান্দা থেকে রুনা আক্তার এবং ঘরের দরজা ভেঙে ভেতর থেকে স্বামী এবাদত রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক কলহের জের থেকে তারা আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হবে।