ঝালকাঠির রাজাপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি সহ ২ জনকে গ্রেফতার করেছে।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) শামসুল আরেফিন’র নেতৃত্বে গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার পুটিয়াখালি এলাকা থেকে আলমগীর খান ওরফে নূরুল আলম,পিঠা আলমগীর ও জল্লাদ আলমগীর (৫০) ও সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার আনিছুর রহমান ওরফে জুম্মান হাওলাদার (৩৫) নামে ২ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার পুটিয়াখালি এলাকার মৃত্যু নূর মোহাম্মদ খান’র ছেলে আলমগীর খান। তার বিরুদ্ধে জি আর ৭৯ /২০১০ সালে রাজাপুর থানায় ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী।সে দীর্ঘদিন ধরে চট্রগ্রামের বন্ধরটিলা এলাকায় আত্বগোপনে ছিলো। সে নিজ গ্রামে বেড়াতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে রাজাপুর থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে।
অপরদিনে একই রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত্যু ইউনুস হাওলাদা’র ছেলে আনিছুর রহমানকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ। ৩৯৫/২০১৬ নং মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আনিছুর রহমান এবং তার বিরুদ্ধে রাজাপুর থানায় ২ টি চুরি ও ডাকাতি মামলা রয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন জানায়,আমরা ডাকাত আলমগীর খান ও আনিছুর রহমানকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছি।তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় চুরি ও ডাকাতি মামলা রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালত’এ প্রেরণ করা হবে।