আগামী ২৮ সেপ্টেম্বর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঢাকার সমাবেশ সফল করার লক্ষে শ্রীমঙ্গলে বিভাগীয় প্রস্তুতিমূলক সভা ও মৌলভীবাজার জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন প্রনয়নসহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার দাবি জানানো হয়।
গত শনিবার বিকেলে শ্রীমঙ্গল টি হ্যাভেন এর মিলনায়তনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রনধীর কুমার দেব এর আয়োজনে এ সমাবেশে বক্তব্যদেন সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সরাজ রঞ্জন বিশ্বাস ও শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায় সহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতারা।
বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন প্রনয়ন করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করা, অর্পিত সম্পতি প্রাপ্তি সহজতর করা ও দূগাপূজার ছুটি ৫দিন করার ব্যাপারে জোরদেন।