Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিমানী রাত বড় অপরাধী !

গোলাম মোস্তফা
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৫ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৬ AM

bdmorning Image Preview


মো: গোলাম মোস্তফা (দুঃখু)

কখনো হয়তো দেখা হবে না !
তবে মন যে বড় পাগল ,
তোমার ঠিকানা জানতে চায় বার বার ।

কি হয়েছে তোমার ? 
ভালো আছোতো তোমার সুখের বাগানে ।

অভিমানী রাত বড় অপরাধী !
সে যে কথা বলতে চায়, 
তোমার সুরের বাগানে ।

তোমার কি রাতে ঘুম আসে ? 
মধ্যরাত আমাকে মাতাল করে রাখে ।

কাকে বলবো মনের কষ্টের কথা ! 
কার সাথে প্রাণের হাসি হাসবো, 
মধ্যরাতের জোনাকির সুরের মাঝে ।

কল্পনা আসে চোখের পাতায়, 
মাতাল নেশা আসে মনের জানালায় ।

আমি জানি তুমি কষ্ট পেয়েছো !
ভালোবাসার বাগানের মাঝে ।

আচ্ছা ভালোবাসা কি কষ্ট দিতে জানে, 
সে তো মনের কথা বলে ।

তোমার ভালো থাকার জন্য, 
মনের ঘরে প্রার্থনার বাগান তৈরী করেছি ।

এত কিছুর মাঝে কেন এত অভিমান ! 
কার সাথে এত রাগ ।

চলে যদি যাবে বলবে তো আমায় ! 
যাকে ভালোবাসি তাকে আটকে রেখে, 
কষ্ট দিবো তা কি করে হয় ।

ভালোবাসার বাগানে শান্তির বিছানা হয়, 
সেখানে কষ্টের জায়গা থাকে না ।

যাওয়ার বেলায় একবার বলতে পারতে !
চলে যাচ্ছি তোমার বাগান থেকে ।

বিশ্বাস করো দ্বিতীয় বার, 
আর প্রশ্ন করতাম না। 
কেন চলে যাচ্ছো কষ্টের গৃহে রেখে !

তোমার কি মনে আছে !
তুমি যেদিন প্রথম এসেছিলে,
সেদিন তোমায় বলে ছিলাম।

কষ্ট আমার সাথী, 
কষ্ট আমার জীবন আয়না ।

শক্ত করে হাতটা ধরে বলে ছিলে, 
এই জীবনে আর কোন কষ্ট নয় ।

তুমি চলে গেলে তবু না বলে, 
কি করে হাসবো !

একবারও তো বলে গেলে না ।
আচ্ছা ধরে নিলাম তুমি আর, 
আমার কন্ঠ শুনতে চাও না।

শেষ বেলায় তোমার হাতের,
একটি চিঠি তো দিতে পারতে ! 
কি করে ভালো থাকবো সেই নিয়ম গুলো ।

রাত আমার কাছে অভিশাপ মনে হচ্ছে, 
অন্ধকার আমাকে কবরে নিয়ে যাচ্ছে ।

আমার দম নিতে কষ্ট হচ্ছে ।
কি করে শ্বাস নিবো ! 
তুমি তো বলে গেলে না ।

যেখানে থাকো ভালো থাকো প্রিয় রাত, 
আমার কোন কষ্ট নেই।

তোমার দেওয়া কষ্টের বিছানায়, 
সারাটি জীবন কাঠিয়ে দিবো ।

 

Bootstrap Image Preview