Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি

সৈয়দ রোকনুজ্জামান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৯ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০২ AM

bdmorning Image Preview


দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ড: আজিজুল হক চৌধুরী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়নপ্রত্যাশী।

এ আসনে ২০০৮ সালে নৌকা প্রতীক নিয়ে লাঙ্গল ও দাঁড়িপাল্লাকে পরাজিত করে তিনি জয় লাভ করেছিলেন। দিনাজপুর-৬ আসনটি তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। 

এ আসনের পৌরসভা ও ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে রয়েছে তার বিশাল কর্মী বাহিনী। ইতিমধ্যে তিনি প্রত্যেকটি ওয়ার্ডে কর্মী সভা করেছেন।

আজিজুল হক চৌধুরী বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অনুসরণ করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে কোন অপশক্তিকে ভয় পাই না। ইনশাআল্লাহ আবারো নমিনেশন পেলে জয়লাভ করে অত্র এলাকায় সুষম উন্নয়নের মাধ্যমে জনগণের বাকিসব প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যেতে চাই।

এবার এ আসনে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

Bootstrap Image Preview