Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে সুনাম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৭ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৯ AM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে চাঞ্চল্যকর সুনাম মিয়া (২১) হত্যাকাণ্ডের ঘটনায় শামসুজ্জামান শিমুল নামে এক যুবককে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। 

আটককৃত শামসুজ্জামান শিমুল  উপজেলার পিটাইটিকর গ্রামের আব্দুর রবের পুত্র।

ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক খালেদ আহমেদ চৌধুরী বলেন, শনিবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার ইসলামবাজারের একটি ভাড়াবাসা  থেকে আসামি শিমুলকে আটক  করা হয়।

পরে রবিবার (৯ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করলে তাকে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরে জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এদিকে, চাঞ্চল্যকর সুনাম হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার হওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলা জুড়ে স্বস্তি ফিরেছে।

জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও তাদের ফাঁসি দাবি করছেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত মাসের ২৫ আগস্ট ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ববাজারের পরিত্যক্ত ডাকবাংলা একটি কক্ষ থেকে সুনাম মিয়া (২১) লাশ উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। পরে নিহতের পিতা লেচু মিয়া ৫জনের নাম উল্লেখ করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview