Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তরুণদের মাদকের নেশা থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প নাইঃ ভূমিমন্ত্রী

গোপাল অধিকারী,  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৫ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫১ AM

bdmorning Image Preview


ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, তরুণদের মাদকের নেশা থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প নাই। আমাদের দেশের এক সময়কার ঐতিহ্যবাহী কাবাডি, দারিয়াবান্দা, গাদন, গোল্লাছুট খেলাগুলো হারাতে বসেছে। 

রবিবার ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব- ১৭ এর ইউনিয়ন ভিত্তিক ফুটবল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি দেশের ঐতিহ্য খেলাধুলাকে উৎসাহ যোগাতেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন। 

তিনি আরও বলেন, বর্তমান ছেলেমেয়েরা ডিজিটাল গেইমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারীরিক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। ছেলেমেয়েদের খেলাধুলার জন্য খেলার মাঠের ব্যবস্থা করছে সরকার।

ঈশ্বরদী উপজেলার আয়োজনে, ঈশ্বরদী পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদের খেলোয়াড়দের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাটি চলছে।  উদ্বোধনী খেলায় পাকশি ইউনিয়ন ও মুলাডুলি ইউনিয়নের খেলোয়াড়রা অংশ নেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিপুল দর্শক। 

Bootstrap Image Preview