রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়ায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আফিয়া সারিকা (২৩) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আফিয়া সারিকা (২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন।
হাসপাতালে সারিকার বড় বোন সুমাইয়া বলেন, সারিকা গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
তবে সারিকা কেন ফাঁস দিয়েছেন তার কোনো কারণ জানাতে পারেননি সুমাইয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, সারিকাকে রবিবার রাত ৮টার দিকে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন