Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের ডিজিটাল বাজার উন্নয়নে কাজ করবে এস্তোনিয়া: এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:২২ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৪ PM

bdmorning Image Preview


বিশ্বের সবচেয়ে ডিজিটাল দেশ এস্তোনিয়া বাংলাদেশের ই-গভার্নমেন্ট ও ডিজিটাল মার্কেট উন্নয়নে কাজ করবে।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সভেন মিকসার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠকে এসব কথা বলেন।

আজ রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দু'দেশের মধ্যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দুপুর ১২ টা ৩৫ মিনিটে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সভেন মিকসার তার দেশের একটি প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে স্বাগত জানান।

উভয় দেশের মধ্যে প্রথম অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত আন্তরিকতার সাথে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয় সূত্র।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এস্তোনিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে ডিজিটাল দেশে পরিণত হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ে এক সাথে কাজ করতে পারি।

জবাবে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সভেন মিকসার বলেন, আমাদের সরকার শিক্ষা, ব্যাংকিং, নিরাপত্তা, ভূমি ব্যবস্থাপনা, করদাতা, স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে ই-সরকারি ব্যবস্থা বাস্তবায়ন করছে।

আমাদের ই-সরকার ও বেসরকারি খাতের সাথে শাসন ও ডিজিটালাইজেশন উভয়ই জড়িত।  আমরা বাংলাদেশের ডিজিটাল সেক্টরে বাজার উন্নয়নে কাজ করতে আগ্রহী।

আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতায়, প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের জন্য এস্তোনিয়া বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশা করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের সহযোগিতা ও যোগাযোগ বাড়ানো অব্যাহত থাকবে।

সভেন মিকসার বলেন, বাংলাদেশ জাতিসংঘের একটি সক্রিয় সদস্য এবং একটি উল্লেখযোগ্য অবদানকারী এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে বাংলাদেশের প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

Bootstrap Image Preview