Bootstrap Image Preview
ঢাকা, ১২ শুক্রবার, জুলাই ২০২৪ | ২৮ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ‘লাইভ’ অপশন চালু করলো টুইটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview


এবার সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মতো লাইভ সার্ভিস চালু করছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটার। তবে শুরুতে টুইটারের নতুন এ সার্ভিস কেবল অডিও লাইভেই সীমাবদ্ধ থাকবে।

টুইটার তাদের লাইভের সুবিধা টুইটার অ্যাপের পাশাপাশি পেরিস্কোপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। লাইভ ব্রডকাস্টের এ সুবিধা আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, গত শুক্রবার থেকে ফিচারটি চালু করেছে টুইটার। অ্যাপলের আইওএস ব্যবহারকারী তাদের টুইটার অ্যাপ আপডেট করে লাইভ ফিচার উপভোগ করতে পারবেন। এজন্য তাদের অ্যাপ থেকে ‘অডিও অনলি ব্রডকাস্ট’ ফিচারে যেতে হবে। এর পর গো লাইভ বাটন ক্লিক করে অডিও লাইভ করা যাবে।

তবে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা টুইটারের নতুন এই লাইভ অডিও ব্রডকাস্টিং ফিচার ব্যবহার করতে পারবেন কি না, সে সম্পর্কে কিছু জানায়নি টুইটার।

Bootstrap Image Preview