রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় খাদ্যগুদাম থেকে পাচার হওয়া চালের খোঁজে শনিবার রাত ৮টা থেকে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অভিযান চালাচ্ছে র্যাব।
রবিবার দুপুর দেড়টা পর্যন্ত চলছিল অভিযান। বাংলাদেশের ইতিহাসে এটিই ভ্রাম্যমাণ আদালতের সবচেয়ে দীর্ঘ অভিযান।
অভিযানে শনিবার রাতে তেজগাঁওয়ের কেন্দ্রীয় খাদ্যগুদাম থেকে পাচারকালে ১২০ টন চাল, গম ও আটা জব্দ করা হয়েছে। আটটি ট্রাকে করে এসব খাদ্যপণ্য পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, রাতের অভিযান এখন পর্যন্ত চলছে। বর্তমানে আমরা কৃষি মার্কেটে রয়েছি। রাতে চাল পাচারের ঘটনায় খাদ্যগুদামের ম্যানেজার হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। ওএমএসের এসব চাল, গম ও আটা ঢাকার ১৪০ স্থানে বিতরণের জন্য রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় খাদ্যগুদামের কিছু কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতায় চাল, গম পাচার করে আসছিল একটি চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার অভিযানে চার ট্রাক চাল, তিন ট্রাক আটা ও এক ট্রাক গম জব্দ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর মোহাম্মদপুর কৃষি মার্কেটে পাচার করা আরও বিপুল পরিমাণ খাদ্যপণ্য উদ্ধারে অভিযান চলছে।