ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফেরদৌস-পূর্ণিমা। সম্প্রতি দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। তবে এরই মাঝে মাসুদ রানাকে খুঁজে বের করার দায়িত্ব পরেছে তাদের কাঁধে।
দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করতে যাচ্ছে কাজী আনোয়ার হোসেনের স্পাই সিরিজ ‘মাসুদ রানা’। এই সিরিজের ‘ধ্বংস পাহাড়’, ‘ভারতনাট্যম’ ও ‘স্বর্ণমৃগ’ অবলম্বনে নির্মিত হবে তিনিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কিন্তু কে হবেন মাসুদ রানা?
মাসুদ রানা চরিত্রের জন্য নতুন একটি মুখ চাচ্ছেন লেখক। আর তাই বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের সহযোগিতায় ‘কে হবে মাসুদ রানা’ শিরোনামে একটি রিয়্যালিটি শোর আয়োজন করেছে চ্যানেল আই। এই শো এর বিভিন্ন প্রক্রিয়ায় বিচারক হিসেবে থাকবেন ফেরদৌস ও পূর্ণিমা। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।