Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনট পৌর বিএনপির সভাপতিসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি  
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪০ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪০ AM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট পৌর বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ ১৮ নেতাকর্মীর ও অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার আইনে মামলা দায়ের হয়েছে। থানা পুলিশ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধুনট উপজেলার পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে নিমগাছি দাখিল মাদ্রাসার মাঠে গোপন বৈঠকে সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি গ্রহণ করছিলেন।     

সংবাদ পেয়ে ধুনট থানার পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্যর কিছু আলামত ও লাঠিশোটা উদ্ধার করেছে।

এই ঘটনায় ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান বাদি হয়ে শুক্রবার রাতে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমানসহ ১৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০জনের নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে।

ধুনট পৌর বিএনপি সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল বলেন, ধুনট উপজেলা সদর থেকে নিমগাছি ইউনিয়নের মাদ্রাসার মাঠ প্রায় ৩০ কিলোমিটার দূরে। শুক্রবার রাতে সেখানে বিএনপির কোন কর্মসূচি ছিল না। পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেছে।    

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ এরফান বলেন, বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে নাশকতা কর্মকান্ডের প্রস্তুতি গ্রহন করছিল। গোপন খবরের ভিত্তিত্বে সেখানে অভিযান চালানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আগেই সেখান থেকে পালিয়ে গেছে। পরে সেখান থেকে বিস্ফোরক দ্রব্যর আলামত উদ্ধার করে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Bootstrap Image Preview