বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। দীর্ঘদিন বড় পর্দায় দেখা নেই তার। সম্প্রতি ‘দিলবার’ গানে কোমর দুলিয়ে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
হটলিস্টে এখন রয়েছে রিমিক্স ‘দিলবার’। ১৯৯৯ সালে ‘সির্ফ তুম’ সিনেমার জন্য এই গান লিখেছিলেন গীতিকার সমীর। সুর দিয়েছিলেন নদীম-শ্রবণ। সেই গানকেই নতুন করে লিখেছেন সাব্বির আহমেদ। তবে নতুন গানকে আলাদা মাত্রা দিয়েছে নোরা ফতেহির বেলি ড্যান্স। গানের প্রত্যেক তালে নোরার আকর্ষণীয় ভঙ্গিতে কোমর দোলানো ফ্যানদের বুকে সহজেই আগুন জ্বালিয়ে দেয়।
তার গানে নোরার এই জনপ্রিয়তা হয়তো মানতে পারেননি সুস্মিতা। আর তাই নিজের সুপারহিট গানে ফের কোমর দুলিয়েছেন তিনি। সেটি সুস্মিতা ভক্তদের মধ্যে এক বাড়তি মাত্রা যোগ করেছে। ভিডিওতে দেখা যায়, জিমের মধ্যে বেলি ড্যান্স করছেন সুস্মিতা। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।