স্থানীয় সময় শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র তানউউদো উইসনু আন্দিকো বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৩০ মিটার (৯৮ ফুট) গভীর খাদে পড়ে যায়।
এদিকে স্থানীয় হাসপাতালের মুখপাত্র তৌফিক জানান, বাস গিরিখাতে পড়ে যাবার ঘটনায় নিহত হয়েছেন ২১ জন। বাসে থাকা আরও নয়জন আরোহী গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে স্থানীয় পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন। এছাড়া বাসটির চালকসহ অন্তত ১৬ জন আহত হয়েছিলেন