Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬০ বছর আগে চুরি হওয়া বৌদ্ধমূর্তি ভারতকে ফেরত দিল যুক্তরাজ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৮, ০৫:০২ AM
আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ০৫:০২ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

প্রায় ৬০ বছর আগে চুরি যাওয়া মূল্যবান একটি বৌদ্ধমূর্তি স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য। ১৯৬১ সালে নালন্দার বৌদ্ধ বিহার থেকে দ্বাদশ শতাব্দীর ব্রোঞ্জের বৌদ্ধমূর্তিটি চুরি হয়।

 

এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ ভারতকে ওই মূর্তিটি ফিরিয়ে দেয়।

জানা গেছে, রূপা দিয়ে বাঁধানো মূর্তিটি আরও ১৩টি মূল্যবান মূর্তিসহ আর্কেয়লজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) নালন্দার জাদুঘর থেকে চুরি যায়। নানা হাত ঘুরে কয়েক বছর আগে মূর্তিটি লন্ডনে নিলামে ওঠে।

প্রত্নতত্ত্ববস্তুর কেনাবেচার এক ব্যবসায়ী এবং মূর্তিটির এক মালিক জানতেন যে, এটি ৬০ বছর আগে ভারত থেকে চুরি হওয়া মূর্তিগুলোর একটি।

লন্ডন পুলিশ বলেন, তারা আমাদের শিল্প ও প্রত্নতত্ত্ব বিভাগকে সহযোগিতা করেছেন এবং বৌদ্ধমূর্তিটি ভারতকে ফিরিয়ে দিতে রাজি হয়েছেন।

গত মার্চে এক নিলাম অনুষ্ঠানে মূর্তিটি বিক্রির জন্য হাজির করা হলে শিল্পকর্ম ও প্রত্নতত্ত্ব বস্তু সামগ্রী চোরাচালান রোধে ব্রিটিশ প্রতিষ্ঠান (এআরসিএ) পুলিশকে সতর্ক করে দেয়। সেখান থেকে পুলিশ এটি উদ্ধার করে।

বুধবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে স্কর্টল্যান্ড ইয়ার্ড যুক্তরাজ্যের ভারতীয় হাইকমিশনার ওয়াই কে সিনহাকে বৌদ্ধমূর্তিটি হস্তান্তর করে।

Bootstrap Image Preview