Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশের আরও দুটি হজ ফ্লাইট বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৮, ০১:৫৯ PM
আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ০১:৫৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আগামীকাল মঙ্গলবারের(১৪ আগস্ট) দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হজ ফ্লাইট দুটি হল- বিজি-১০৯১ ও বিজি- ৬০৯১।  বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মঙ্গলবারের দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।এ নিয়ে বিমানের মোট বাতিলকৃত হজ ফ্লাইটের সংখ্যা দাঁড়াল ১৮টি।

জানা গেছে, হজের জন্য নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ব্যক্তিগত নানা কারলে বাংলাদেশ থেকে এবার ৬২৭ জন হজে যেতে পারছেন না। আগামী ১৬ আগস্ট শেষ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চলতি বছরের প্রাক হজ ফ্লাইট। এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী, ১৫ আগস্টের আটটি ফ্লাইটের টিকিট এখন পর্যন্ত খুব সামান্যই বিক্রি হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই থেকে শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট। এ বছর  ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন সৌদি আরব যাবেন। হজ শেষে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২৭ আগস্ট।

Bootstrap Image Preview