Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শুক্রবার, নভেম্বার ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারিকরণ হলো ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৭:২৫ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৭:২৫ PM

bdmorning Image Preview


আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

সরকারিকরণ হলো ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এ কলেজে বর্তমানে কয়েক হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।

 

আজ রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সিলেট বিভাগের ২৮টিসহ সারাদেশের ২৭১টি কলেজকে সরকারি করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সরকার প্রধান ও স্থানীয় সাংসদ মাহমুদ উস সামাদসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানাচ্ছেন।

জাতীয়করণের তালিকায় ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের অবস্থান ১২১তম স্থানে। তবে সিলেট জেলার তালিকায় কলেজের নাম তৃতীয় স্থানে রয়েছে।

Bootstrap Image Preview