নিয়াজ শুভ।।
এশিয়ার অন্যতম বড় প্রোডাকশন হাউস যশ রাজ ফিল্ম। প্রতিষ্ঠানটির কর্ণধার ইয়াশ চোপড়া, যার স্বপ্ন ছিল ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। যশ রাজ ফিল্ম যেমন বলিউডকে সুপারহিট সিনেমা উপহার দিয়েছে, ঠিক তেমন দিয়েছে অনেক সুপারস্টার। যশ রাজ ফিল্মের নতুন সিনেমায় বাংলাদেশের কাউকে নতুন মুখ হিসেবে লঞ্চ করতে যাচ্ছে। কে হতে যাচ্ছে সেই ইতিহাসের নতুন অধ্যায়ের প্রথম শব্দ?
ঢাকার মেয়ে ফ্যাশন ডিজাইনার এলিতা খান, মডেল সিনি স্নিগ্ধা, গোপালগঞ্জের মেয়ে আইন বিভাগের ছাত্রী নীলা আহমেদ, বরিশালের মেয়ে সানজানা ব্যানার্জি, চট্টগ্রামের মেয়ে রেহনুমা পারভীন মিষ্টু, ময়মনসিংহের মেয়ে সুরভী আক্তার, নারায়ণগঞ্জের পুর্নিমা বৃষ্টি, শান্ত মরিয়মে আর্কিটেকচার বিষয়ে অধ্যায়নরত নীলাঞ্জনা নীলা, মিডিয়ার পরিচিত মডেল সার্লিনা হোসেন, বৃষ্টি ইসলাম নাকি সুপারস্টার বিদ্যা সিনহা মীম? কে সেই ভাগ্যবান? কে হচ্ছেন যশ রাজ ফিল্মের নতুন নায়িকা?
নতুন নায়িকার তালিকায় রয়েছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলি খান। কারণ সাইফের মা শর্মিলা ঠাকুর বাংলাদেশি বংশোদ্ভূত। সেই সুবাদে নতুন মুখের তালিকায় জায়গা করে নিয়েছেন সারা।
সংশ্লিষ্ট ব্যক্তি সূত্রে জানা যায়, নতুন সিনেমার ফুল কাষ্টিং ঠিক করা হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশে তারা তাদের লোগো লঞ্চিং প্রোগ্রামের মাধ্যমে সকল জল্পনার অবসান ঘটিয়ে সবার সামনে আর্টিষ্ট কাস্টিং রিভিল করবেন। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক, বাংলাদেশ থেকে কে হন সেই সৌভাগ্যবান।