বিডিমর্নিং বিনোদন ডেস্ক-
বলিউডের তারকা অভিনেতা অর্জুন রামপাল। কয়েক মাস আগে মেহর জেসিয়ার সঙ্গে ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে নতুন প্রেমে মজেছেন এই অভিনেতা। তার নতুন প্রেমিকা দক্ষিণ আফ্রিকার মডেল ও অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।
শোনা যায়, গত বছর আইপিএলের সময় অর্জুনের সঙ্গে আলাপ হয় গ্যাব্রিয়েলার। আইপিএলের একটি দলের বিজ্ঞাপনে কাজ করেছিলেন গ্যাব্রিয়েলা। সেই দলেরই অতিথি আপ্যায়নের দায়িত্ব ছিল অর্জুনের মালিকানাধীন সংস্থার ওপর। তখনই তাদের আলাপ। সেই আলাপ ঘনিষ্ঠতায় গড়ায়।
গত সপ্তাহে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হতে দেখা গেছে এই জুটিকে। তবে বলিউড মহলের একটা অংশের মতে, অর্জুন-গ্যাব্রিয়েলা বন্ধু। ফলে একসঙ্গে ডিনারে যেতেই পারেন। আবার অন্য একটা অংশের মতে, তাদের সম্পর্ক শুধুমাত্র আর বন্ধুত্বে আটকে নেই।
প্রসঙ্গত, এর আগে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে অর্জুনের নাম জড়ায়। শোনা গিয়েছিলো, তাদের বিশেষ সম্পর্কের জন্যই হৃতিকের সঙ্গে বিচ্ছেদ ঘটে সুজানের।