Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক হাজার কোটি টাকার মালিক বিরাট-আনুশকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৮, ১২:২৩ AM
আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ১২:২৩ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। নিজেদের ক্যারিয়ারে চূড়ান্ত সফলতা পেয়েছেন তারা। সেই সাথে বেড়ে চলেছে তাদের সম্পত্তির পরিমাণ। জানা যায়, তাদের দু’জনের সমন্বিত সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা।

 

ক্রিকেটের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন বিরাট কোহলি। ভারতের জাতীয় দলের অধিনায়ক হিসেবে দলকে নিয়ে দাপিয়ে খেলছেন সারাবিশ্বে। শচীন টেন্ডুলকারের মতো দলের জয়ের ভারটা তার কাঁধেই থাকে। তিনিও দক্ষতার সাথে সেই পথ পাড়ি দিচ্ছেন। বিরাট একাই যেন ‘টিম ইন্ডিয়া’।

অন্যদিকে অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন আনুশকা শর্মা। বেশ কিছু ছবির প্রযোজক তিনি। সব মিলিয়ে তাঁর ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এমন সফল দু’জন একত্রে এক ছাদের নিচে থাকলে সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা হওয়াটা অসম্ভব কিছু না। খেলার মাঠ থেকে বলিপাড়া সব জায়গায়ই আলোচিত বিরুস্কা দম্পতি।

Bootstrap Image Preview