বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-
এক নম্বর কোর্টে নাটকীয় লড়াইয়ে কেভিন অ্যান্ডারসনের কাছে যখন হার মানলেন রজার ফেডেরার, তখন সেন্টার কোর্টে দেল পোত্রোর বিরুদ্ধে নাদালের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়ে গিয়েছে৷ সেস্টার কোর্টে সময় যত গড়িয়েছে, নবম দিনে জোড়া অঘটনের আশঙ্কা জাঁকিয়ে বসেছে উইম্বলডনে৷
গ্যালারিতে আতঙ্ক ছড়ালেও শেষমেশ দেল পোত্রোর বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন দ্বিতীয় বাছাই রাফা৷ পাঁচ সেটের ম্যারাথন কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-৭ (৭/৯), ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে জয় তুলে নেন স্প্যানিশ তারকা৷
অপর কোয়ার্টার ফাইনালে ২৪ তম বাছাই কেই নিশিকোরির কাছে একটি সেট খোয়াতে হলেও শেষমেশ ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি দ্বাদশ বাছাই নোভাক জকোভিচের৷ ৬-৩, ৩-৬, ৬-২, ৬-২ সেটে ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নেন জোকার৷ সেমিফাইনালে অবশ্য তাঁর সামনে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে৷ তাঁকে লড়াইয়ে নামতে হবে টুর্নামেন্টের হট ফেভারিট রাফায়েল নাদালের বিরুদ্ধে৷
কেরিয়ারের নবম উইম্বলডন খেতাবের লক্ষ্যে সঠিক পথেই এগচ্ছিলেন ফেডেরার৷ তবে কোয়ার্টার ফাইনালের আগে ছন্দপতন হয় আয়োজকদের ঘোষণায়৷ শীর্ষবাছাই হওয়া সত্ত্বেও ফেডেরারের শেষ আটের লড়াই সেন্টার কোর্টের বদলে এক নম্বর কোর্টে ঠেলে দেওয়া হয়৷ দিনের সূচি অনুযায়ী সেন্টার কোর্টে রাখা হয় জকোভিচ বনাম নিশিকোরি এবং নাদাল বনাম দেল পোত্রো ম্যাচ দু’টি৷
পরিচিত সেন্টার কোর্ট ছেড়ে এক নম্বর কোর্টের আবহের সঙ্গে ফেডেরারে মানিয়ে নেওয়ার অসুবিধাটা ম্যাচের শেষেই স্পষ্ট হয়ে যায়৷ যদিও আরও অস্বস্তিতে ছিলেন রজার সমর্থকরা, যারা সুইস তারকার খেলা দেখার জন্য সেন্টার কোর্টের টিকিট কেটেছিলেন৷ শেষ মুহূর্তে টিকিট বদলের মরিয়া চেষ্টা শুরু করে দেন প্রত্যেকেই৷
ফেডেরার কোয়ার্টার ফাইনালের শুরুটা করেছিলেন দারুণভাবেই৷ প্রথম দু’টি সেট জিতে প্রতিপক্ষকে কোণঠাসা করে দিয়েছিলেন রজার৷ তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ তিনটি সেট পকেটে পোরেন কেভিন৷ শেষ সেটে সাডেন ডেথ চলাকালীন একবার ম্যাচ পয়েন্টও হাতছাড়া করেন ফেডেক্স৷ যার বড়সড় মাশুল দিতে হয় তাঁকে৷ ২০১৩’র পর উইম্বলডন থেকে এত তাড়াতাড়ি বিদায় নেননি রজার৷ শেষ চারবারের মধ্যে তিনবার উিম্বলডনের ফাইনালে উঠে একবার চ্যাম্পিয়ন হয়েছেন ফেডেরার৷ একবার হেরে গিয়েছেন সেমিফাইনালে৷
অন্যদিকে ফেডেরারকে ছিটকে দেওয়া কেভিন অ্যান্ডারসন প্রথমবার উইম্বলডনের সেমিফাইনাল খেলতে নামবেন নবম বাছাই জন ইসনারের বিরুদ্ধে৷ শেষ কোয়ার্টার ফাইনালে ইসনার ৬-৭ (৫/৭), ৭-৬, (৯/৭), ৬-৪, ৬-৩ সেটে পরাজিত করেছেন ত্রয়োদশ বাছাই কানাডিয়ান তারকা মিলোস রাওনিচকে৷