বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-
সেমিফাইনালের লড়াইয়ে যেভাবে ক্ষিপ্রতা দেখিয়েছিলেন অনেকেই মনে করেছিল ২৪ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিততে চলেছেন সেরেনা৷ শনিবার উইম্বলডন উইমেন সিঙ্গলসের ফাইনালে জার্মানির টেনিস তারকা এবং বিশ্বের প্রাক্তন নম্বর ১ কার্বেরের কাছে থেমে যেতে হয় টেনিস কুইনকে৷ মাতৃত্বের স্বাদ পাওয়ার পর এটাই সেরেনার অন্যতম বড় লড়াই৷
২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন সেরেনাকে ৬-৩, ৬-৩ সেটে হারান বিশ্ব ব়্যাকিং-এ ১ নং থাকা কার্বের৷ এই নিয়ে ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়৷ ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন তিনি৷ প্রথমবারের জন্য উইম্বলডন জিতলেন কার্বের৷
অন্যদিকে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে শেষ হাসি হাসলেন ‘জোকার’৷ রাফায়েল নাদালকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে (৬-৪, ৩-৬, ৭-৬, ৩-৬, ১০-৮) অল ইংল্যান্ড ক্লাবে পুরুষ সিঙ্গলসের ফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ৷
তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ রবিবাসরীয় ফাইনালে খেতাবের লড়াইয়ে কোর্টে নামবেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে৷ ৯৭ বছরে কোনও দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় উইম্বলডনে পুরুষ সিঙ্গলসের ফাইনালে খেলতে নামছেন৷ শুক্রবার প্রথম সেমিফাইনালে পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে জন ইসনারকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছন অ্যান্ডারসন৷ তাঁদের রুদ্ধশ্বাস লড়াই শেষ হয় ৬ ঘণ্টা ৩৬ মিনিটে৷ আর রাফা-জোকার লড়াই গড়ায় ৫ ঘণ্টা ১৫ মিনিট৷ ৩১ বছরের জোকার রবিবার কেরিয়ারে ১৪ নম্বর গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে অল ইংল্যান্ড ক্লাবে সেন্টার কোর্টে নামবেন৷