মেজবা মিলন।।
টাইগারদের অনেক জয় আমাদের আনন্দ দেয়।আবার অনেক পরাজয় কাঁদায়ও।এমন অনেক হার আছে হয়তো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বড় কোন জয়ের আনন্দে একটা সময় সেই হারের কথা ভুলেই যায় কিন্তু মাঠে যে সৈনিকরা ব্যাটে ও বলের লড়াই করে তাদের পক্ষে কোন পরাজয় ভুলে যাওয়া সম্ভব না।
সম্ভবনা সেই স্মৃতি ভুলে থাকা। শুধু যে জয় পরাজয় তাই নয়। এর বাহিরেও একজন খেলোয়াড়ের অনেক না বলা কষ্ঠ,আনন্দের স্মৃতি থাকে যা হয়তো আমরা কখনো জানতে চাই না বাঁ জানার চেষ্টাও করি না। তেমনি কিছু স্মৃতি জানতে চেয়েছিলাম বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের কাছে।
দীর্ঘ দিন জাতীয় দলের জার্সি গায়ে খেলা এই ক্রিকেটারের স্মৃতি রয়েছে অনেক।তাই তার মধ্যে থেকে দুটি কথা জানতে চাইলাম।বিডিমর্নিং-এর বিশেষ সাক্ষাৎকারে জানালেন তার সেই না বলা কথা।
প্রশ্নঃ প্রথমে জানতে চেয়েছিলাম জাতীয় দলে খেলার সময় কোন জিনিসটা এখনো আপনি মিস করেন?
জাভেদ ওমর বেলিমঃ যখন ভালো খেলি তখন দর্শক চিৎকার করে জাভেদ জাভেদ এইটা খুব মিস করি।আর সব থেকে বেশি মিস করি ড্রেসিং রুমে স্মৃতি। এছাড়াও আইসিসি ট্রফিতে আমি সকলের জুনিয়র ছিলাম।সেই সময় আমি আতাহার ভাইয়ের ,নান্নু ভাইয়ের ব্যাটিং নকল করতাম। সেই সব স্মৃতি মিস করি।
প্রশ্নঃ দ্বিতীয় প্রশ্নে জানতে চাইলাম কষ্টের কোন স্মৃতি আছে কি না যে ঘটনা আপনাকে কাঁদিয়েছে?
জাভেদ ওমর বেলিমঃ আজকে আমি যেখানে অবস্থান করছি তার সবটাই ক্রিকেট। ক্রিকেট কম বেশি সকলের জীবনই কষ্ট দেয় আমার জীবনেও দিয়েছে। ১৯৯৯ বিশ্বকাপে আমি নিশ্চিত ছিলাম খেলবো কিন্তু সেই সময় আমাকে দলের বাহিরে থাকতে হয়। আমি স্ট্যান্ড বাই ছিলাম। সেই সময় বিশ্বকাপ খেলা মানে বিরাট ব্যাপার।তাই না খেলতে পেরে ভোর চার পর্যন্ত কেঁদেছিলাম। আবার এইকই ঘটনা ঘটে প্রথম টেস্টে। আমাকে টেস্ট খেলোয়াড় ধরা হতো।কিন্তু সেই টেস্টে আমাকে একাদশের বাহিরে রাখা হয়।এই ঘটনা আমাকে কষ্ট দিয়েছে কিন্তু তার সাথে জিদও বাড়িয়েছে। যার জন্য পরের টেস্টে আমি ওয়ার্ল্ড রেকর্ড গড়লাম।
জিম্বাবুয়ের বিপক্ষে ভালো সিরিজ খেললাম।আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। শুধু এইটাই বলবো ক্রিকেট আমার জন্য যত নেগেটিভ হয়েছে। আমাকে নিয়ে যা লেখা লেখি হয়েছে তা আমি পজেটিভ ভাবে নিয়েছি। আমাকে নিয়ে যা সমালোচনা হয়েছে। হয়তো অন্য কেউ হলে এইটা নিতে পারতো না।আমি একটানা ২৫ বছর প্রিমিয়ার লিগ খেলেছি। আমি চারটা প্রজন্মের ক্রিকেটারদের সাথে খেলেছি।ক্রিকেট অনেক কষ্ট দিয়েছে। কষ্ট দেওয়াতেই আজকে এতো বড় ক্যারিয়ার গড়তে পেরেছি।
জাভেদ উমর বেলিমের ওয়ানডে অভিষেক হয় ১৯৯৫ সালে ভারতের বিপক্ষে আর টেস্ট অভিষেক হয় ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।২০০৭ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৪০ টি টেস্ট ও ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।