বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-
গত মৌসুম থেকেই পল পোগবার সঙ্গে ম্যানইউ কোচ হোসে মরিনহোর সম্পর্কটা ভালো যাচ্ছে না। ইঙ্গিত ছিল চলতি মৌসুমেই তিনি ফরাসি তারকার বার্সেলোনায় পারি জমানোরও। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ম্যানইউতে থেকে যান। তবে ম্যানইউতে থেকে গেলেও পোগবা নিজের ভেতরেই অশান্তির আগুনে পুড়ছেন কি ?
সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রামে পোগবার দেওয়া এক স্ট্যাটাসে আবার সেই প্রশ্নকে উসকে দিয়েছে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হারায় তারা।এই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন পোগবা। ম্যাচের পর তিনি তার ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি সবসময় ভক্ত এবং সতীর্থদের জন্য সবসময় নিজের সেরাটাই দেব, কী ঘটছে সেটা কোনো ব্যাপার নয়।’
এছাড়া ম্যাচ শেষ সাংবাদিকদের এক প্রশ্নের বজাবে তিনি বলেছিলেন, ‘এমন অনেক বিষয় আছে যা আমি বলতে পারি, এমন অনেক বিষয় আছে যা আমি বলতে পারি না। যদি বলি, তবে আমার জরিমানা হবে। তবে যখন মানুষ আপনার উপর আস্থা রাখে এবং আত্মবিশ্বাস থাকে, তখন আপনার মাথা ভালো থাকবে। কাজটাও সহজ হয়ে যাবে।’
চেলসির বিপক্ষে ম্যাচ জয়ের পর সাংবাদিকদের সামনে পোগবার প্রশংসার করেছিলেন মোরিনহো। সঙ্গে জানিয়েছিলেন, ম্যানইউতে সুখেই আছেন পোগবা। তবে পোগবার কথা বার্তায় কিছুটা অশান্তির ছাপ দেখা যাচ্ছে!