বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুক্তিযোদ্ধার কন্যা ও দুই সন্তানের জননী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ আগস্ট) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামে এ ঘটনা বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম।
নিহত জননী বিউটি আক্তার (৩২) বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের তসলিম উদ্দীনের স্ত্রী ও ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার গুঞ্জারহাট এলাকার বীরমুক্তিযোদ্ধা নাসিরুল ইসলামের কন্যা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বালিয়াডাঙ্গী থানার এসআই আবু তালেব জানান, দুপুরে থানায় ঘটনার খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ পায়নি। লাশ তার ছেলে আগেই নামিয়ে বাড়ির বারান্দায় রাখা অবস্থায় ছিল।
গৃহবধূর মেয়ে ও ছেলে জানান, গভীর রাতে ঘরের ভেতর কয়েল জ্বালান নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এতে গৃহবধূর স্বামী বিউটি আক্তারকে বেধরক মারপিট করে। এ জন্যই তাদের মা গলায় তাদের ফাঁস দিয়েছে বলে জাজান তারা।
চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী জানান, স্বামী-স্ত্রী’র মধ্যকার ঝগড়ার কারণে অভিমান করে রাতে গলায় ফাঁস দিয়েছে। লাশ নেয়ার জন্য মেয়ের বাবা বীর মুক্তিযোদ্ধা থানায় এসেছেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলেই বলা যাবে।