বিডিমর্নিং ডেস্ক-
বাঘাবাড়ির ঘি’র সুনাম ছড়িয়ে আছে সারাদেশেই। আর এই সুনামের সুযোগ নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ভেজাল ঘি তৈরি করে বিক্রি করে আসছিল। গত ৯ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগে অভিযান চালিয়ে এই চক্রের তিন জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন- রিয়াজুল করিম রিপন (৩০), সাইফুল ইসলাম (১৯) ও শিহাব (২৪)।
গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার এনামুল কবিরের নেতৃত্বে সিআইডির কোতোয়ালি ইউনিটের একটি টিম রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বাঘাবাড়ীর নামে বিপুল পরিমাণ ভেজাল ঘি এবং ঘি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার এনামুল কবির দাবি করেন, যাত্রাবাড়ীর একটি বাসায় বসেই বাঘাবাড়ীর নাম করে ভেজাল ঘি তৈরি করত। পরে এসব ভেজাল ঘি রাজধানীর বিভিন্ন এলকায় বিক্রি করা হতো। ক্রেতারা এসব ঘি কেনার পর বুঝতে পারতেন যে, তারা প্রতারিত হয়েছেন। প্রতারিত হওয়া ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল ঘি ও ঘি তৈরির উপকরণসহ ওই তিনজনকে আটক করা হয়।
আটকের পরদিন ১০ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার এনামুল কবির।