সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে আজ এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ আগস্ট) বিকাল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন দুদক কর্মকর্তা মো মোস্তাফিজুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আমরা একটু সচেতন হলেই বাংলাদেশের দুর্নীতি প্রায় কমে যাবে। আসুন আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
এ সময় প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহামন তার বক্তব্যে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাসহ আমাদের সকলের সোচ্চার হতে হবে। কিভাবে সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি রোধ করা যায় সে চিন্তা ও মানসিকতা ধারণ করতে হবে। এ দুর্নীতিরবিরোধী আন্দোলনকে সামনে নিয়ে যেতে পারলে আমরা অর্থনীতি ভিত্তিক সমাজ বিনির্মাণে যথার্থ ভূমিকা রাখতে পারবো।
এ সময় বিষেশ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। এ সময় উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা আক্তার কাউনাইন।